শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

লংমার্চে

Daily Amardesh  শনিবার ৬ এপ্রিল ২০১৩, ২৩ চৈত্র ১৪১৯, ২৪ জমাদিউল আউয়াল ১৪৩৪ হিজরী 

 ঈমানি দাবিতে ঘোষিত লংমার্চে একদিকে অনুমতি অন্যদিকে বাধা দিয়ে বর্তমান সরকার মোনাফেক ও নাস্তিক সরকার হিসেবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সারাদেশে বাস ও নৌযান বন্ধ, আলেম-ওলামাদের ওপর হামলা, ভাংচুর ও গ্রেফতার অভিযান চালিয়ে ঢাকায় লংমার্চে আসতে বাধা দিচ্ছে সরকার। সরকারের পুলিশ, কর্মকর্তা ও মন্ত্রীরা এ বাধা সৃষ্টি করছে। ঘাদানিকসহ নাস্তিক দালালদের দিয়ে সরকার ছুটির দিনেও দেশের ইতিহাসে নজিরবিহীন হরতাল ঘোষণা করিয়েছে। সরকারের লোকদের হামলা ও বাধায় ঢাকায় আসতে না পেরে লাখ লাখ তৌহিদি জনতা বিভিন্ন জায়গায় অবস্থান সমাবেশ শুরু করেছে। হেফাজতের ব্যানারে পুরো দেশে এখন নবীপ্রেমীদের জোয়ার সৃষ্টি হয়েছে। ঈমানি দাবি আদায় ও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারাদেশে এ অবস্থান চলবে। শাহবাগের নাস্তিকরা যদি শয়তানি কর্মসূচিতে দেড় মাস অবস্থান নিতে পারে তাহলে আমরা ঈমানি দাবিতে প্রয়োজনে এক বছর অবস্থান নেবো। তারা বলেন, মাও সেতুং নয়, মহানবী (সা.)-এর আদর্শে লংমার্চ করছে হেফাজতে ইসলাম। সব বাধা উপেক্ষা করে আজ সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে লংমার্চ ও সমাবেশ সফল করা হবে বলে ঘোষণা দিয়ে তারা সরকারের উদ্দেশে বলেন, মেহেরবানি করে এতে আর বাধা দেবেন না। অন্যথায় আজকের সমাবেশ থেকে হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
গতকাল বিকালে রাজধানীর লালবাগ মাদরাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব মাওলানা জোনায়েদ বাবু নগরী ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী। এ সময় লংমার্চ নিয়ে সরকারের ষড়যন্ত্র ও জুলুম-নির্যাতনের বর্ণনা দিয়ে হেফাজতে ইসলাম মহাসচিব বলেন, আমরা আশা করেছিলাম ১৩ দফা ঈমানি দাবিতে আয়োজিত লংমার্চে সরকার বাধা দেবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সরকার একদিকে অনুমতি দিয়েছে, অন্যদিকে নানা ধরনের বাধা সৃষ্টি করেছে। সারাদেশ থেকে ঢাকায় কোনো গাড়ি আসতে দিচ্ছে না। ড্রাইভারদের হুমকি ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়া হচ্ছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, বি-বাড়িয়া, সাতক্ষীরাসহ বিভিন্ন জায়গায় লংমার্চের গাড়িতে বাধা ও হামলা চালানো হয়েছে। চট্টগ্রামের মন্ত্রী হাসান মাহমুদ খন্দকার ও নৌমন্ত্রী শাজাহান খানসহ অনেক মন্ত্রী এই বাধা দিচ্ছেন। এরকম জুলুম-নির্যাতন কখনও দেখা যায়নি। ছুটির দিনে হরতাল ঘোষণা এদেশে নতুন একটি বিষয়। যারা এই হরতাল ডেকেছে তারা ঘাদানিক ও নাস্তিকদের দালাল। সরকারই তাদেরকে সহযোগিতা করে হরতাল ঘোষণা করিয়েছে। এতে তারা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের দ্বিমুখী নীতিকে শরিয়তের ভাষায় মোনাফেক বলা হয়। আগামী নির্বাচনে এই মোনাফেক সরকারের বিচার জনগণ করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, সরকার বাস, ট্রেন, লঞ্চসহ সব যানচলাচল বন্ধ করে দিলেও তৌহিদি জনতা পায়ে হেঁটে লংমার্চ শুরু করেছে। ইনশাআল্লাহ লাখ লাখ জনতার লংমার্চ ও সমাবেশ হবে। চট্টগ্রামে ৩ লাখ লোকের সমাবেশ ও অবস্থান চলছে। যারা ঢাকায় আসতে পারবে না তাদেরকে আমরা সেখানেই অবস্থান ও সমাবেশ করতে বলেছি। শাহবাগের নাস্তিকরা যদি শয়তানি কর্মসূচিতে দেড় মাস অবস্থান নিতে পারে তাহলে আমরা ঈমানি দাবিতে প্রয়োজনে এক বছর অবস্থান নেবো। পুরো দেশে নবীপ্রেমীদের জোয়ার সৃষ্টি হয়েছে। নাস্তিকদের কারণে আমাদের আন্দোলন স্তব্ধ হবে না।
মাওলানা নুর হোসাইন কাসেমী বলেন, সরকারের লোকেরা আমাদেরকে বলেছিলো জামায়াত-শিবির লংমার্চে হামলা চালাতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে ছাত্রলীগ যুবলীগ আমাদের ওপর আক্রমণ করছে। আমাদের আশঙ্কাই ঠিক হয়েছে। ফেনীতে লংমার্চ বহরে পুলিশ হামলা চালিয়েছে। বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন জায়গায় গাড়িতে আক্রমণ ও নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও লংমার্চ করতে চাই। এখনও সময় আছে এ সুযোগ দিন। সবাইকে ঢাকায় আসতে দিন। আটককৃতদের মুক্তি দিন। যারা হরতাল অবরোধ দিয়েছে তাদেরকে প্রত্যাহার করতে বলুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। তিনি গাড়ি মালিকদের হুশিয়ার করে বলেন, লংমার্চের জন্য গাড়ি দেন। নইলে আগামীতে এসব রাস্তায় কোনো গাড়ি চলতে দেবো না। সরকারের মনোভাব দেখে আজকের সমাবেশ থেকে হরতালসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে ওলামার মহাসচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, কিশোরগঞ্জ জামেয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা আনোয়ার শাহ, নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রকিব অ্যাডভোকেট, কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা আবদুল জাব্বার, মাওলানা তাজুল ইসলাম, সিলেটের মাওলানা জিয়া উদ্দীন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খানা, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, খেলাফতে ইসলামের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী, হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী, মাওলানা লোকমান হাকীম, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, ইসলামী ঐক্য আন্দোলন মহাসচিব ড. এনামুল হক আযাদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মুফতি মিজানুর রহমান, মুফতি এনামুল হক কাসেমীসহ শতাধিক ওলামায়ে কেরাম।

একটা ওয়েবসাইট তৈরী করা আমাদের অনেকেরই স্বপ্ন।

নিজের একটা ওয়েবসাইট তৈরী করা আমাদের অনেকেরই স্বপ্ন কিন্তু সে তো অনেক ঝামেলার কাজ ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং রেজিস্ট্রেশন, ডোমেইন সেটআপ, হোস্টিং সেটআপ তার পর আবার প্রগ্রামিং, HTML শেখা যার কারনে নিজের একটা ওয়েবসাইট তৈরীর স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যায় না, আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে ওয়েবসাইট বানানো শেখাব ওয়েবসাইট ডিজাইনে জিনিয়াস হবার দরকার নাই, HTML বা PHP এর নূন্যতম জ্ঞান না থাকলেও সমস্যা নাই শুধু নিচের পদ্ধতিগুলো অনুসরন করলেই হবে
তার আগে জেনে নেই
এই সাইট টি থেকে আপনি যা পাবেন।
একটি webnode এর শেয়ার্ড ডোমেইন + হোস্টিং।
জিবি মানথলী ব্যান্ডউইথ
১০০ মেগা বাইট ডিস্ক স্পেস।
ভাবছেন এত কম ডিস্ক স্পেস দিয়ে কি করবেন। কয়েকটা গান উঠালেই তো জায়গা শেষ। webnode দিয়ে তৈরী আমার সাইটটা একবার দেখে আসুন। পর্যন্ত মাত্র মেগা বাইট ফুরিয়েছি। মেগা বাইটেই অনেক কিছু। কিছু কৌশল খাটালে আপনিও পারবেন এই ১০০ মেগাবাইট দিয়ে আনলিমিটেড ডিস্ক স্পেসের কাজ করতে। আমি আমার সকল ফাইল মিডিয়া ফায়ার, wapand আপলোড করেছি। পিকচার এর বেশির ভাগ ফেসবুকে আপ্লোড করেছি।
তাহলে আসুন কাজ শুরু করা যাক......
প্রথমেই এই লিঙ্কে ক্লিক করেন।

এরকম একটা পেজ আসবে।
এখানে website address আপনার পছন্দমত একটা নাম দিন। যদি এই নামে যদি এভেইলএবল হয় তবে সবুজ কালীতে দেখাবে। যদি Available না হয় তবে লাল কালীতে নট এভেইলএবল লেখা আসবে। সে ক্ষেত্রে অন্য কোন নাম দিয়ে ট্রাই করুন।
ডোমেইনের নাম ঠিক হলে এবার ২য় বক্সে আপনার এমেইল এড্ড্রেস দিন।
তারপরের বক্সে আপনার পাসওয়ার্ড দিন। এই ইমেইল এড্ড্রেস পাসওয়ার্ড ভাল করে সংরক্ষন করুন। কারন প্রতিবার এডিট করার সময় এই মেইল পাসওয়ার্ড প্রয়োজন হবে।
সব কাজ হয়ে গেলে এবার Sign Up ক্লিক করুন।
কিছুক্ষন ওয়েট করুন.........
এরকম একটা পেজ আসবে। এসময় আপনি আপনার মেইল এড্ড্রেসে গিয়ে মেইল এড্ড্রেসটি ভেরিফাই করে নিতে পারেন। আপনার মেইল এড্ড্রেসে গিয়ে দেখুন wenode থেকে একটা ভেরিফাই লিঙ্ক পাঠিয়েছে। ওটায় ক্লিক করুন। উপরের মত পেজ আসবে।
Personal Website সিলেক্ট করে Continue করুন।
নিচের মত পেজ আসবে......

এখানে আপনাকে ওয়েবসাইট টেমপ্লেট সিলেক্ট করতে বলা হবে। আপনি আপনার পছন্দমত টেমপ্লেট সিলেক্ট করুন। এক্ষত্রে আমি নম্বর টেমপ্লেটটা সিলেক্ট করেছি।
Continue করুন

এরকম একটা পেজ পাবেন। Finish বাটনে ক্লিক করুন

কিছুক্ষন ওয়েট করতে বলবে

কিছুক্ষন পর দেখবেন এডমিন পেজ হাজির হয়ে গেছে। প্রাথমিক ভাবে আপনার ওয়েবসাইট তৈরী।
ভিজিটর আপনার সাইট দেখবে এরকম

এখন আপনাকে সাইট এডিট করতে হবে। আপনার সাইটের উপরে দেখুন সাইট এডিটের সব টুল দেওয়া আছে। এসব ব্যাবহার করে আপনি খুব সহজেই সাইট এডিট করতে পারবেন। এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব।
আসুন এবার এর ব্যানারটা চেঞ্জ করি। ব্যানারের উপরে মাউস পয়েন্টার নিয়ে যান। দেখুন Edit Image নামে একটি অফশন দেখাবে। এটাতে ক্লিক করুন

এরপর দেখবেন নতুন একটা পেজ আসবে

Upload an Image ক্লিক করুন। তার আগে আপনাকে 659X185 সাইজের একটা ব্যানার ফটোশপে .jpg ফরমেটে তৈরী করে নিতে হবে। Upload an Image ক্লিক করলে একটি বক্স আসবে। এবার আপনি আপনার তৈরীকৃত ব্যানারটি দেখিয়ে দিন। কিছুক্ষন ওয়েট করুন। দেখুন এবার আপনার ব্যানারটি দেখা যাচ্ছে। এবার আপনি এটাকে ড্রাগ করে সাইজ মত বসিয়ে দিন

যেকোন ফাকা জায়গায় ক্লিক করুন

সর্বশেষ উপরের save and close বাটনে ক্লিক করুন
কিছুক্ষন পর দেখবেন আপনার ব্যানার সেট হয়ে গেছে। সর্বশেষ সাইটটি দেখতে হবে এরকম।
আজ তাহলে এই পর্যন্তই। আগামীতে আল্লাহ বাচিয়ে রাখলে কিভাবে মেনু তৈরি করবেন, কিভাবে নতুন টপিক পেস্ট করবেন, কিভাবে ওয়েবসাইটে ছবি দিবেন, কিভাবে লিঙ্ক এড করবেন, সাইটকে প্রনবন্ত করতে বিভিন্ন উইজগেড এর পরিচিতি তার ব্যাবহার। SEO নিয়া কিছু সাধারন প্যাচাল, সাইটের প্রিমিয়াম ডোমেইন ইত্যাদি আলোচনা করা হবে।
তাহলে দেরি না করে তৈরী করে ফেলুন একটা সাইট। কোন সমস্যা হলে জানাতে অবশ্যই ভুলবেন না
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ আমি আবার হাজির হলাম সব চেয়ে সহজ পদ্ধতিতে তৈরী করার ২য় পর্ব নিয়ে ১ম পর্ব নিয়ে আপনাদের ব্যাপক সারা পেয়ে অনেক ভাল লেগেছে
অনেকেই আমার কাছে ব্যাক্তিগত ভাবে মোবাইল করে অথবা ফেসবুকে প্রিমিয়াম ডোমেইনের ব্যাপারে জানতে চেয়েছেন। অর্থাৎ আমার সাইট যেমন , সেরকম সবারটা হচ্চে না কেন? সাথে www.****.webnode.com যুক্ত থাকছে। শুধু .com করবেন কিভাবে? এই জন্য আপনাকে ডোমেইন কিনতে হবে :P আপনি আপনার সাইটের জন্য ভাবে প্রিমিয়াম নিতে পারেন,
১। ওয়েবনোড থেকে আপনার ডোমেইন কিনে
২। বাহির থেকে ডোমেইন কিনে কনফিগার করে
ওয়েবনোড থেকে আপনার ডোমেইন কিনলে বেশকিছু সুবিধা তারা আপনাকে দেবে,
তাদের ডোমেইন এর তিনটি প্যাকেজ আছে, নিচে দেখুন প্যাকেজ তিনটির মুল্য সুবিধা। ভাল করে দেখতে ইমেজটি আপনার পিসিতে কপি করে বড় করে দেখতে পারেন

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

Internet: ৫ লক্ষাধিক মুসল্লি নিয়ে হেফাজতের মহাসমাবেশ শুরু

Internet: ৫ লক্ষাধিক মুসল্লি নিয়ে হেফাজতের মহাসমাবেশ শুরু: ইসলাম ও মহানবী (সাঃ) এর অবমাননাকারীদের ফাঁসি, নাস্তিক-মুরতাদ ও ইসলামবিরোধী ব্লগারদের সর্বোচ্চ শাস্তি, সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্...

৫ লক্ষাধিক মুসল্লি নিয়ে হেফাজতের মহাসমাবেশ শুরু

ইসলাম ও মহানবী (সাঃ) এর অবমাননাকারীদের ফাঁসি, নাস্তিক-মুরতাদ ও ইসলামবিরোধী ব্লগারদের সর্বোচ্চ শাস্তি, সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূণঃস্থাপনসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৫ লক্ষাধিক মুসল্লি নিয়ে মতিঝিলে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে।
আল্লামা শাহ আহমাদ শফীর আহ্বানে সকাল ১০টার দিকে এ সমাবেশ শুরু হয়। এরই মধ্যে হেফজাতের মঞ্চে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের আহ্বায়ক আল্লামা নুর হোসাইন কাসেমী, সদস্য সচিব মাওলানা জুনায়েদ বাবু নগরী, হেফজত কমিটির সদস্য মাওলানা সফিক উদ্দিন কেন্দ্রীয় সদস্য ওলিউল্লাহ আরমান, শেখ গোলাম আসগর, মজিবুর রহমান পেশওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা। তবে আনুষ্ঠানিকভাবে সকাল ১০ টায় শুরু হলেও অনানুষ্ঠানিকভাবে সকাল ৮টার পর থেকে এই সমাবেশ শুরু হয়।
এদিকে মতিঝিলসহ এর আশপাশের এলাকা হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যতো বেলা বাড়ছে ততোই মানুষের উপস্থিতি বাড়ছে।